বক্ষব্যাধি হাসপাতালে ১৫০ বেডের নতুন কোভিড ইউনিট চালু হচ্ছে। ১১৪টি বেড এখনই প্রস্তুত আছে। এরমাঝে ১০টি আইসিইউ বেড। সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাসহ রয়েছে ৭০টি বেড-এ। ২৬৫টি অক্সিজেন সিলিন্ডার, কন্সেন্ট্রেটর ৪২টি, ৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা। ৩৫ জন চিকিৎসক ও ৫০ জন নার্স ২৪ ঘণ্টা পালা করে দায়িত্ব পালন করবেন। বক্ষব্যাধি হাসপাতালের অ্যাজমা সেন্টারে চালু হবে এ নতুন করোনা ইউনিট।
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সায়েদুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারির মধ্যে বাংলাদেশের চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ১৫০ শয্যার করোনা ইউনিট চালু করতে যাচ্ছি। বক্ষব্যাধি হাসপাতালে যেহেতু সকল চিকিৎসক বক্ষব্যাধি বিশেষজ্ঞ তাই আমাদের এখানে সেবার মান যেকোনো হাসপাতালের চেয়ে ভালো হবে।
আজ বুধবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ইউনিট উদ্বোধন করবেন। বিকেলে উদ্বোধনের পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান হাসপাতালটির পরিচালক।
Leave a reply