সব ধরনের ক্রিকেট থেকে আগামী ৬ বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার সাবেক পেসার ও কোচ নুয়ান জয়সা। ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এ নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
লঙ্কান এই পেসারের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ ছিলো আগেই। এবার আনুষ্ঠানিকভাবে তার শাস্তির মেয়াদ ঘোষণা করলো আইসিসি। জয়সাকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেছে আইসিসির দুর্নীতি দমন শাখা।
আইসিসির ধারা অনুযায়ী, তিনি নিজেই ফিক্সিং করেছেন কিংবা দলের কাউকে প্রস্তাব দিয়েছেন অথবা দুর্নীতির প্রস্তাব পেয়েও গোপন করেছেন। এরআগে, সংযুক্ত আরব আমিরাতে একটি টি-২০ ম্যাচে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে জয়সাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন তিনি। আর দলটির সঙ্গে বোলিং কোচ হিসেবে যুক্ত আছেন ২০১৫ সাল থেকে।
Leave a reply