নন কোভিড ইউনিটেই চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

|

ফাইল ছবি।

নন কোভিড ইউনিটেই খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে যে টেস্টগুলো করানো যায়নি, সেসব রুটিন মাফিক পরীক্ষার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এর বাইরে জটিল কিছু নয়। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা হয়েছে। সেখানে জটিল কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, খালেদা জিয়ার শরীর স্থিতিশীল আছে, তার কোনো করোনার উপসর্গ নেই। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কারোর শরীরে দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনার উপসর্গ না দেখা গেলে তার করোনা টেস্ট করারই দরকার নেই। তার কাছ থেকে আর করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। এ জন্য তাকে নন কোভিড ইউনিটেই চিকিৎসা দেয়া হচ্ছে।

কবে নাগাদ খালেদা জিয়া বাসায় আসতে পারে এমর প্রশ্নের জবাবে তিনি জানান, এটা বলা মুশকিল। তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা রিপোর্টগুলো পর্যালোচনা করবেন। সব কিছু ঠিক থাকলে আমরা আশা করছি খুব সহসায় তিনি বাসায় ফিরে আসবেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply