শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি, সব ফেরি সচল

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রী চাপ থাকলেও শুক্রবার (৩০ এপ্রিল) ভোর থেকে দক্ষিণবঙ্গগামী ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশ বাড়তে থেকে শিমুলিয়াঘাট এলাকায়। সকাল থেকে ঘাট এলাকায় চারশতাধিক ব্যক্তিগত ছোটোগাড়ি ও দু’শতাধিক পণ্যবাহী বড়গাড়ি অবস্থান করছে বলে বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে। আর এসব যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা সবগুলো (১৬টি) ফেরি বর্তমানে সচল রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে যাত্রী চাপ তেমনে বাড়েনি। কেউ কেউ আবার ঈদকে কেন্দ্র করে আগেই বাড়ি ফিরছে। এখন ছোটোগাড়িগুলো পারাপার করা হচ্ছে শুধু। পর্যায়ক্রমে সকল গাড়িই পারাপার করা হবে।

এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে নিয়ম অমান্য করে নৌরুটটিতে বিচ্ছিন্নভাবে কিছু স্পিডবোট ও ট্রলার চলাচল করতে দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply