পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার্যত জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার থেকে বিধানসভার ভোটের ফলাফল আসতে থাকে। এতে তৃণমূল কংগ্রেস ২১৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। এমন অবস্থায় মমতাকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি।
টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন মমতা দিদি। কোভিড মোকাবিলায় পশ্চিমবঙ্গের সরকারকে সবরকমের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার।
Congratulations to Mamata Didi for @AITCofficial's win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people’s aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
এদিকে মমতার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘ টানাপড়েনের পরে নির্বাচন কমিশন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করে। সেখানে পুনর্গণনা হবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন।
খবরে বলা হয়, নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট।
ইউএইচ/
Leave a reply