বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত খল অভিনেতা জাম্বু। ছোটবড় সবার কাছেই তার নামটি বহুল পরিচিত। তার মূলনাম নাম বাবুল গোমেজ। আজ এই অভিনেতার সতেরো তম মৃত্যুবার্ষিকী।
জাম্বু ১৯৪৪ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। প্রয়াত এই অভিনেতা বহু ছবিতে অভিনয় করেছে। সাদাকালো সময় থেকে শুরু করে রঙিন ছবি পর্যন্ত দাপটের সাথে অভিনয় করেন। তার চেহারা ছিল রুদ্রমূর্তির মতো। ভয় পাইয়ে দেবার জন্য যথেষ্ট। ভয়েসেও সেই রুদ্রতা আছে।
জাম্বুর উল্লেখযোগ্য ছবি- সাগর ভাসা, এক মুঠো ভাত, রক্তের দাগ, শীষনাগ, সেলিম জাভেদ, হাসান তারেক, নির্দোষ, মোহাম্মদ আলী, ধর্ম আমার মা, ডাকাত, নবাব, রাস্তা, রাস্তার রাজা, রকি, আত্মরক্ষা, পরিবারসহ আরও অনেক।
Leave a reply