ভারতে একদিনে ৩ হাজার ৪২২ জনের বেশি মানুষের মৃত্যু

|

ভারতে একদিনে ৩ হাজার ৪২২ জনের বেশি মানুষের মৃত্যু

মহামারির সবচেয়ে প্রাণঘাতী সপ্তাহ দেখলো ভারত! গেলো সাত দিনে মৃত্যুবরণ করেছেন ২৪ হাজারের মতো মানুষ। ২৬ লাখের বেশি ভারতীয়র দেহে মিললো করোনাভাইরাস।

রোববারও দেশটিতে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪২২ জন। নতুনভাবে তিন লাখ ৭০ হাজারের ওপর শনাক্ত হলো সংক্রমণ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- রাজধানী নয়াদিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ’সহ ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় মোট সংক্রমণের ৭৩ ভাগ মানুষের বসবাস। অঞ্চলগুলোয় ভাইরাসের সক্রিয়তার হারও ১৫ ভাগের ওপর। সেখানকার দেড় শতাধিক এলাকায় জারি করা হয়েছে কড়াকড়ি। তবে রাজ্য সরকারগুলোর তরফ থেকে সর্বাত্মক লকডাউন জারির জন্য কেন্দ্রীয় সরকারের ওপর বারবারই আসছে চাপ।

ধারণা করা হচ্ছে, শিগগিরই এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পারে মোদি প্রশাসন। দেশটিতে করোনায় মোট প্রাণহানি দু’লাখ ১৯ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply