নাটোরে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় নৈশ প্রহরীদের বেঁধে ১১টি দোকানে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য দেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ জানুয়ারি মধ্যরাতে ট্রাক নিয়ে ডাকাত দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের ৩ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে পাশের বড়াল নদীর তীরে ফেলে দেয়। তারপর লুটে নেয় ১১টি দোকানের মালামালসহ নগদ টাকা। এরপর থেকে পুলিশের ৪টি টিম অভিযান ও গোয়েদা তৎপরতা শুরু করে।

তিনি বলেন, একপর্যায়ে নাটোর ও রাজশাহী কারা কর্তৃপক্ষের সহায়তায় নওগাঁ ও রাজশাহী থেকে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আব্দুর রহমান, শাহজাহান মন্ডল, মো. সেলিম, মো. নাসের ও শাহীন আলম নামে ৫ ডাকাতকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply