আত্মহত্যা নয়, হত্যা করা হয় নুর ইসলামকে: আসামির স্বীকারোক্তি

|

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চাঞ্চল্যকর নুর ইসলাম (৪৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম।

ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা ও পুলিশের চার্জশিটেও আত্মহত্যার কথা উল্লেখ করা হলেও এ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে আসামি ওমর ফারুক (২৫)।

জোরপূর্বক যৌন সঙ্গম করতে বাধ্য করাতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান
তিনি। পিবিআই নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি বলেন, ২০১৮ সালের ২৮ জুন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া থেকে বরই গাছে ঝুলন্ত অবস্থায় নুর ইসলামের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মনো বেগম বাদী হয়ে ওমর ফারুকসহ তার পরিবারের চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply