মোদিবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী জেলবন্দি ছাত্র নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তাদের পরিবার।
সোমবার দুপুরে আটক ছাত্রদের ঈদের আগে মুক্তির দাবিতে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এসব ছাত্ররা কাউকে খুন করেনি। তারা মানুষের পক্ষে কথা বলেছে। মানুষের পক্ষে কথা বলা অপরাধ হলে তাকেও গ্রেফতার করার কথা বলেন তিনি।
কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, ছাত্রদের অপরাধ জাতীয় স্বার্থে কথা বলেছিলো তারা। ঈদে নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে গণভবনের সামনে ঈদ করার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ৬০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ তোলেন তারা।
ইউএইচ/
Leave a reply