কর সংস্কারের জেরে বিক্ষোভে উত্তাল রয়েছে কলম্বিয়া। সহিংসতায় ৫ দিনে প্রাণ গেছে অন্তত ১৭ জনের। আহত হয়েছে প্রায় ৮ শতাধিক।
পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস নিশ্চিত করেছে হতাহতের এ তথ্য। উত্তপ্ত পরিস্থিতির জন্য নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়িকে দায়ী করছে মানবাধিকার সংস্থাগুলো।
বিতর্কিত বিল পুরোপুরি বাতিলের দাবিতে সোমবারও ব্যাপক বিক্ষোভ হয় বড় বড় শহরগুলোয়। আন্দোলনের জেরে এদিন পদত্যাগের ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী। মধ্য ও নিম্ন আয়ের মানুষদের ওপর কর বৃদ্ধির সুপারিশ করে সম্প্রতি নতুন অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইভান দুক। প্রতিবাদে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ। টানা ছয়দিন ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকবার বড় ধরনের সংঘর্ষ হয় পুলিশের সাথে।
ইউএইচ/
Leave a reply