পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে প্রাণ গেছে অন্তত ১১ জনের।
বিজেপির দাবি, নিহতদের মধ্যে ৬ জন তাদের কর্মী। নদীয়া, কোচবিহার ও দক্ষিণ চব্বিশ পরগনায় দলীয় কর্মীদের ওপর তৃণমূল এ হামলা চালায় বলে দাবি কেন্দ্রের ক্ষমতাসীনদের। বুধবার মমতা ব্যানার্জির শপথ গ্রহণের দিন দেশজুড়ে ধর্না কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপি।
অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি হামলা চালিয়ে তাদের দলের কমপক্ষে ৪ জনকে হত্যা করেছে। সহিংসতার ঘটনায় রাজ্যের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যে অস্থিরতা বন্ধ করে শান্তি বজায় রাখতে সব দলের প্রতি আহ্বান জানান মমতা ব্যানার্জি।
Leave a reply