দেশের ১৮৬ উপজেলায় নির্মাণ করা হবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একনেকের বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১৬ শত কোটি টাকার প্রস্তাব করেছিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গণভবন একনেকের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিপূর্বে সারাদেশে ১২৫টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
একনেক সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এটি ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে একটি বড় সুসংবাদ। আশা করছি অতি অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষে এসব স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করতে পারবো।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এসব স্টেডিয়াম দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নবজাগরণের সৃষ্টি করবে।
Leave a reply