অস্ট্রেলিয়ার ভুল করতে চায় না ভারত

|

করোনার কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বাতিল হয়েছিলো। সে সেময় আয়োজক দেশ অস্ট্রেলিয়া বিকল্প হিসেবে কোনো ভেন্যু না রাখায় গত বছরের বিশ্বকাপ শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি। তবে ভারত সে ভুল করছে না। করোনার কারণে যদি ভারত কোনোভাবে বিশ্বকাপ আয়োজন করতে নাও পারে তবে বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতকে ঠিক করে রেখেছে তারা।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী গণমাধ্যমে বলেন, চিন্তা তো থাকবেই। পরিস্থিতি স্বাভাবিক না হলে কী হবে জানা নেই। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পরেই সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে বেছে রাখা হয়েছিল। তবে দেখা যাক কি হয়, এখনও তো ছয় মাস হাতে আছে।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের আরেক কর্মকর্তা নাম না প্রকাশ করা শর্তে ভারতীয় একটি গণমাধ্যমে বলেছেন, দেশের পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। জুলাই মাসে পরিবেশ অনেকটা ভালো হতে পারে। তাই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের যথেষ্ট সম্ভাবনা আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply