বেদে সেজে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকা এসেছিলো একটি চক্র। র্যাবের হাতে ৭৭ হাজার পিস ইয়াবাসহ সেই চক্র ধরা পড়েছে ঢাকার বসিলা থেকে। গ্রেফতার হয়েছে পাঁচজন।
বুধবার বিকেলে কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। র্যাবের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ জানান, ইয়াবা পরিবহনের ক্ষেত্রে তারা মহাসড়ক ব্যবহার করেনি।
তিনি জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বিকল্প যানবাহন ও বিকল্প পথ ধরে পাচারকারীরা চাঁদপুরের মতলব পর্যন্ত আসে। তারপর চুড়ি-ফিতা বিক্রেতার ছদ্মবেশে নৌপথে ঢাকা পর্যন্ত পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে বছিলা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
Leave a reply