করোনা তহবিলের অর্থে বানানো হলো স্কুইডের মূর্তি!

|

করোনা তহবিলের অর্থে বানানো হলো মস্ত বড় স্কুইডের মুর্তি!

জাপানে করোনা মোকাবেলায় জরুরি বরাদ্দ দিয়ে বানানো হলো বিশালাকার স্কুইডের স্থাপত্য। তাতে কড়া নিন্দা- সমালোচনার মুখে নোতো শহর কর্তৃপক্ষ।

গণমাধ্যম বলছে, ৪৩ ফুট দীর্ঘ মূর্তিটি বসানো হয়েছে বন্দর এলাকায়। যা বানাতে খরচ হয়েছে ২ লাখ ২৮ হাজার ডলারের বেশি। পুরোটাই সরকারি তহবিলের অর্থ। সবার সমালোচনা করোনা চলাকালে মূর্তি তৈরির কোন যৌক্তিকতা নেই। অবশ্য শহর প্রশাসনের সাফাই, মহামারির পর অঞ্চলটিতে পর্যটক ফেরাতেই এ উদ্যোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply