ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলো ফেসবুক-ইনস্টাগ্রাম

|

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলো ফেসবুক-ইনস্টাগ্রাম। অবশ্য স্থায়ী নিষেধাজ্ঞার সমালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ‘ওভারসাইট বোর্ড’।

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যৌক্তিক শাস্তি নির্ধারণের পরামর্শ দিয়েছে বোর্ড। যা শুধু ট্রাম্পের মতো রাজনীতিকের জন্যই নয় বরং সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গেলো ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় ৯ কোটি ফলোয়ার ছিলো। এছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে। কোনও রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়। যা ‘ফেইসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিত। বুধবারই নিষেধাজ্ঞা পূণরায় বিবেচনার পরামর্শ দেয় তারা। যা পর্যালোচনার পর পরিষ্কার এবং যথাযোগ্য ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ফেসবুক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply