আজ থেকে চালু হলো গণপরিবহন

|

আজ থেকে চালু হলো গণপরিবহন

দীর্ঘ লকডাউনের মাঝে ফের চালু হলো গণপরিবহন। সকাল থেকে রাজধানীর ভেতর বিভিন্ন গন্তব্যে প্রতি দুই আসনে একজন করে যাত্রী নিয়ে শুরু হয়েছে বাস চলাচল।

ভোর থেকেই ঢাকার সড়কে নামে বাস। মাস্ক পরেই গণপরিবহনে উঠছেন যাত্রীরা। তবে হ্যান্ড স্যানিটাইজার নেই বেশিরভাগ বাসে।

বাস চালু রাখার পক্ষে যুক্তি দেখিয়ে যাত্রীরা বলছেন, বেসরকারি চাকুরিজীবীদের অফিস চালু থাকায় এতদিন বেশি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যেতে হয়েছে। বাস চালু হওয়ায় সে খরচ কমে এসেছে।

বাস চালক ও সহকারীরা জানিয়েছেন, সরকারি অফিস বন্ধ ও অনেক মানুষ লকডাউনে বাড়ি চলে যাওয়ায় আশানুরূপ যাত্রী পাচ্ছেন না তারা। তবে আশা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে যাত্রী সংখ্যা।

গত ১৩ এপ্রিল সবশেষ রাজধানীতে বাস চালায় চালকরা। এরপর করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply