মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ২০০’র বেশি এনজিওর

|

মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ২০০'র বেশি এনজিওর

জান্তা আগ্রাসন রুখতে মিয়ানমারের ওপর জাতিসংঘকে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানালো ২০০’র বেশি এনজিও।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতৃত্বে জাতিসংঘ বরাবর একটি খসড়া প্রস্তাবনা দিয়েছে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, অভ্যুত্থানের পর থেকে নিরস্ত্র নাগরিকদের নির্বিচারে হত্যা করছে সেনা সদস্যরা। তাদের যথেচ্ছ অস্ত্র ব্যবহার বন্ধেই আরোপ করা প্রয়োজন এ নিষেধাজ্ঞা।

জাতিসংঘ সিদ্ধান্তটি কার্যকর করলে, মিয়ানমারের কাছে ভারী অস্ত্রতো দূরের কথা একটি বুলেটও বিক্রি করতে পারবে না কোনো দেশ।

ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। তারপর থেকে সহিসংতায় প্রাণ গেছে কমপক্ষে ৭৭০ জনের; বন্দি সাড়ে ৪ হাজারের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply