ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস, সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু তাহেরসহ আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, বিক্ষোভের সময় ধারণকৃত ঘটনাসমূহের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসব ঘটনায় মোট ৫৬টি মামলা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৩৪ জনক।
Leave a reply