চট্টগ্রামের শপিংমলগুলোতে এখন ক্রেতাদের ঢল। ঈদ ঘনিয়ে আসায় পছন্দসই পোশাক কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। ব্যবসায়ী সংগঠনের তৎপরতায় অভিজাত বিপণি বিতানগুলোতে মাস্ক ব্যবহার নিশ্চিত করা গেলেও উপেক্ষিত শারীরিক দূরত্ব।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাক ও বেচাবিক্রিতে দম ফেলার ফুরসত নেই। অভিজাত শপিংমলগুলোতে বেশিরভাগ ক্রেতাবিক্রেতাই ব্যবহার করছেন মাস্ক।
নারীদের পোশাকে আধিপত্য করছে পাকিস্তানি ও ভারতীয় বাহারি সব পোশাক। এর সাথে পাল্লা দিয়ে বাজারে রয়েছে দেশীয় পোশাকও। তবে করোনার দাপটে ক্রেতাদের আর্থিক সংগতি কমায় মাঝারি দামের পোশাকের চাহিদা বেশি বলে দাবি বিক্রেতাদের।
তবে ক্রেতাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দুদিন আগেও পোশাকের দাম কিছুটা কম থাকলেও ভিড় বাড়ার সাথে সাথে বেড়েছে পোশাকের দামও। তাছাড়া পোশাকের নতুন কালেকশনও খুব একটা নেই বলে দাবি ক্রেতাদের।
ঈদে পুরুষের পোশাকের অন্যতম আকর্ষণ পাঞ্জাবি। তবে এর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য পোশাকের বিকিকিনিও চলছে সমান তালে। তবে পোশাকে নতুনত্ব কম বলে অভিযোগ ক্রেতাদের।
শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি তদারকিতে প্রশাসনের পাশাপাশি রয়েছে নিজস্ব নিরাপত্তাকর্মী। এছাড়াও প্রতিনিয়ত মাইকিং এর মাধ্যমে স্বাস্থ্যবিধি রক্ষা করতে চলছে প্রচারণা। ফলে অধিকাংশ ক্রেতা বিক্রেতা মাস্ক ব্যবহার করলেও ভিড়ের কারণে মানা যাচ্ছে না শারীরিক দূরত্ব।
Leave a reply