লক্ষ্মীপুরে ৫০ ড্রাম গলদা চিংড়ির পোনা জব্দ, আটক ২

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ৫০ ড্রাম গলদা চিংড়ি পাচার করার সময় দুইজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তারা। এ সময় ৫০ ড্রাম গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় রামগতি উপজেলার সবুজ গ্রাম নামক স্থান থেকে মেঘনা নদীর গলদা চিংড়ি পাচারকালে তাদেরকে আটক করা হয়।

এনএসআই কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে রামগতি উপজেলার সবুজ গ্রাম থেকে পাচারকালে পিকআপ ও সিএনজিতে থাকা ৫০ ড্রাম গলদা চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় মেঘনা নদীর গলদা চিংড়ি পাচারকালে দুইজনকে আটক করা হয়।

রামগতি উপজেলার সহকারী কমিশনার ভূমি সুচিৎত রঞ্জন দাস জানান, মেঘনা নদী থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার হওয়ার সময় পিকআপভর্তি ৫০ ড্রাম চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। তাদেরকে পুলিশর হেফাজতে রাখা হয়েছে। আর জব্দ করা চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply