চীনের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়বে যেকোনো সময়

|

যেকোনো সময় পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে চীনের নিয়ন্ত্রণহীন রকেটের ধ্বংসাবশেষ। বেশিরভাগ গবেষণা সংস্থারই ধারণা, সাগরেই পড়বে ‘লং মার্চ ফাইভ বি’র ভাঙা অংশ।

তবে প্রতি মুহূর্তে অবস্থান ও গতি পরিবর্তনের কারণে কোনো কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না। ইইউ স্পেস সারভেইল্যান্স অ্যান্ড ট্রেকিং এবং মার্কিন গবেষণা সংস্থা স্পেস কমান্ডের ধারণা বাংলাদেশ সময় সকাল ৮টা ৪ মিনিট থেকে সাড়ে ৯টার মধ্যে ভূপৃষ্ঠে পড়বে রকেটটি। সম্ভাব্য স্থান উত্তর আটলান্টিক মহাসাগর।

ইউএস স্পেস ফোর্সের তথ্য অনুযায়ী সম্ভাব্য চারটি স্থানের তিনটিই সাগরে। স্থলভাগের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভাগ থেকে মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গত ২৯ এপ্রিল চীনের ওয়েরচ্যাং স্পেসকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ‘লং মার্চ-ফাইভ-বি’ রকেট। গন্তব্যে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারায় রকেটের ১০০ ফুট লম্বা বুস্টার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply