মার্কিন হামলা ও তার পর জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের মাধ্যমে ইরাক এখন ধ্বংসপ্রায় একটি দেশ। সম্প্রতি আইএসের প্রভাব কমে আসায় দেশটিকে পুনর্গঠনে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অনুষ্ঠিত হচ্ছে দাতাদের সম্মেলন। সেখানে বুধবার বিভিন্ন দেশ তাদের সহায়তার পরিমাণ ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা ঘোষণা করেছে তুরস্ক। দেশটির পক্ষ থেকে ৫ বিলিয়ন ডলার (৪০ হাজার কোটি টাকা) দীর্ঘ মেয়াদে সহায়তা হিসেবে দেয়া হবে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত জাভুসগ্লু। এছাড়া নানা খাতে আরও বিনিয়োগ করবে আঙ্কারা।
এছাড়া সৌদি আরব দেড় বিলিয়ন ডলার (১২ হাজার কোটি টাকা) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল জাবেরি সম্মেলনে যোগ দিয়ে এ তথ্য জানান।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, উপসাগরীয় দেশ কুয়েত ২ বিলিয়ন ডলার (১৬ হাজার কোটি টাকা) ও কাতার ১ বিলিয়ন ডলার করে সহায়তার ঘোষণা দিয়েছে। জার্মানি ৬১৭ মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত ৫০০ মিলিয়ন ডলার (চার হাজার কোটি টাকা) সহায়তা দেবে।
বিদেশি দাতাদের কাছ থেকে মোট ৮৮ বিলিয়ন ডলার সহায়তার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাগদাদ।
Leave a reply