পবিত্র লাইলাতুল কদরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলিমরা

|

পবিত্র লাইলাতুল কদরের তালাশে, ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাত জেগে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলিমরা। মসজিদ আর ঘরে আদায় করেছেন নামাজ, করেছেন জিকির-আসগার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে এশার নামাজ শেষে শুরু হয় তারাবিহ। বেশিরভাগ মুসল্লির দোয়াই ছিল পরিবার ও বিশ্ববাসীর সুস্থতা কামনায়।

বয়োজ্যেষ্ঠদের অনেকেই এক বছরে হারিয়েছেন সমবয়সীদের। এশার নামাযের পর তারাবীহ শেষে মোনাজাতে কান্না, আর্তনাদ আর আল্লাহর সাহায্য কামনায় পার করেন বিনিদ্র রজনী। করোনা মহামারীর মধ্যে এবার দ্বিতীয় শব-ই কদর।

মহিমান্বিত এই রাতে মুসল্লিরা হাত তোলেন যে যার মতো করে পরিবার আর পরিচিতজনদের সুরক্ষা আর জীবনের নিরাপত্তা চেয়ে। স্বাস্থ্যবিধি মেনে দেশের প্রতিটি মসজিদেই সারারাত নফল নামাজ, কুরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার, দোয়া দরুদে মশগুল ছিলেন মুসলমানরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply