সাধারণ মানুষের ঘাটে যাওয়া ঠেকাতে ঢাকা-মাওয়া সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। আজ সোমবার ভোর থেকে শ্রীনগরের বেজগাঁও এলাকায় ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয় পুলিশ।
শিমুলিয়া ঘাটের ১০ কিলোমিটার আগে বসানো এই ব্যারিকেড পেরিয়ে নানা উপায়ে ঘাটে যাচ্ছে বাড়ির পথ ধরা মানুষ। হেঁটে কিংবা বিকল্প পথ ধরে ঘাটে পৌঁছাচ্ছেন তারা। ব্যারিকেডে আটক পড়েছে বহু পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যান। অবশ্য যানবাহন নিয়ে বিপাকে পড়লেও ঘাটে যাচ্ছে মানুষ।
সড়কে ব্যারিকেড থাকায় অনেকেই অভ্যন্তরীণ বিকল্প রুট ব্যবহার করে ঘাটে পৌঁছাচ্ছেন। কেবল অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যান নিয়ে ফেরি ছাড়ার কথা থাকলেও সেগুলোতে উঠে পড়ছে ঘরমুখী মানুষ। সকালে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লেংটিং ফেরিতে পার হতে দেখা গেছে অনেককে।
Leave a reply