অমর একুশে গ্রন্থমেলায় পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে রনক জামানের ভাষান্তরে বের হয়েছে ‘আর্নেস্ট হেমিংওয়ে- সেরা ২০ ছোটগল্প” । প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। এই বইয়ের ভূমিকাও লেখক নিজে লিখেছেন।
আর্নেস্ট মিলার হেমিংওয়ে; বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন। যিনি ‘ওল্ড ম্যান এন্ড দ্যা সী’-এর জন্য ১৯৫৪ সালে লাভ করেন সাহিত্যে নোবেল পুরষ্কার; এছাড়াও লাভ করেন পুলিৎজার পুরষ্কার। সাহিত্যের সর্বোচ্চ শিখর স্পর্শ করা এই কিংবদন্তী লেখক রেখে গেছেন প্রায় অর্ধশতক ক্লাসিক ছোটগল্প। সেখান থেকে ২০টি বাছাই ছোটগল্প বাংলা ভাষায় এক মলাটে নিয়ে আসছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
২০১৬ সালে রনক জামানের প্রথম কবিতার বই ‘ঘামগুলো সব শিশিরফোঁটা’ প্রকাশিত হয়।
Leave a reply