আস্থা ভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল সোমবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন নেপালের পার্লামেন্ট স্পিকার।
দেশটিতে করোনা পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সোমবার পার্লামেন্টের ২৩২ আইনপ্রণেতার মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ৯৩ জন সমর্থন দেন। বিপক্ষে পড়ে ১২৪টি ভোট। ১৫ জন সদস্য অনুপস্থিত ছিলেন।
ওলির কমিউনিস্ট পার্টি ক্ষমতা বণ্টন নিয়ে বিভক্ত হয়ে পড়ে গত মার্চে। ফলে পার্লামেন্টে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারায়। এখন নেপালের রাজনৈতিক দলগুলোকে নতুন জোট সরকার গঠন করতে হবে।
২০১৫ সালে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। তারপর থেকে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে হারতে হলো। এ ঘটনাকে দুঃখজনক এবং রাজনীতির দৈন্যদশা হিসেবে আখ্যা দিয়েছেন কেপি শর্মা।
Leave a reply