অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করলো ব্রাজিল

|

গর্ভবতীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করলো ব্রাজিল। এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।

রিও ডি জেনেরিও’র ওই নারী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করার পর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ৩৫ বছর বয়সী নারী ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা।

ধারণা করা হচ্ছে, পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণেই এ প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। ততোদিন পর্যন্ত গর্ভবতী নারীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের পরামর্শ দিলো সেদেশের জাতীয় স্বাস্থ্য অধিদফতর।

অ্যাস্ট্রাজেনেকার বক্তব্য, গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীদের বাদ দেয়া হয়েছিলো ট্রায়ালে। তবে ব্রাজিলে ব্যবহৃত সিনোভ্যাক এবং ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে নেই কোনো নিষেধাজ্ঞা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply