চীনের উপহার সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
আজ বুধবার (১২ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের উপহার গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এসময় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে চীন।
স্বাস্হ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো। বলেন টিকাদান চালু রাখতে চীন থেকে প্রতিমাসেই কিছু ভ্যাকসিন চায় বাংলাদেশ। জুন-জুলাই থেকে তা দেয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।
এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় চীনের ভ্যাকসিন অনুমোদনে সময় নিয়েছে বাংলাদেশ। এটা নিয়ে কাউকে দেষারোপের কোনো সুযোগ নেই।
Leave a reply