লিভারপুলের কাছে ম্যানইউ’র ৪-২ গোলের হার

|

ইংলিশ প্রিমিয়ার লিগে টপ ফোরে জায়গা করার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল।

লিভাপুলের বিপক্ষে ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডের বাইরে আবারো বিক্ষোভ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা। এমন পরিস্থিতিতে মাঠে নেমেও ১০ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে প্রথমে লিড নেয় রেড ডেভিলরা।

তবে ডিয়েগো জটার গোলে ৩৪ মিনিটে সমতায় ফেরে লিভারপুল। প্রথমার্ধের ইনজুরি সময়ে রাবার্তো ফিরমিনিয়োর গোলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্লাপের দল।

৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অলরেডদের ৩-১ এ এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ৬৮ মিনিটে মর্কোস রাশফোর্ডের গোল ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিক ম্যানইউ।

৯০ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ৪-২ এর জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply