রাঙ্গামাটির দুর্গম সীমান্তে তৈরি হচ্ছে সীমান্ত সড়ক। পাহাড়ি সীমান্তে বাড়ানো হবে বিওপি। নিশ্ছিদ্র হবে পার্বত্য এলাকার অরক্ষিত সীমান্ত। দুর্গম অঞ্চলের দুটি বিওপি পরিদর্শনকালে এ কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
ঈদের দিন রাঙ্গামাটির দুমদুমিয়া ও বদিপাড়া বিওপির কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষা দুর্গম সীমান্ত। পাহাড়ের খাঁজে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাউন্টার ইনসারজেন্সি অপারেশনস বিওপি দুমদুমিয়া। ব্যাটেলিয়ন সদর দফতর থেকে এর দূরত্ব প্রায় তিন দিনের পথ। শুক্রবার ঈদের দিন হলেও চলেছে নিয়মিত টহল। দিবারাত্রি আগলে রাখছে মাতৃভূমির প্রতিটি কণা- এ শপথ নিয়ে সীমান্তে বিজিবির প্রহরা চলছে দিন রাত চব্বিশ ঘণ্টা।
এদিকে, মাঝে মাঝে অরক্ষিত সীমান্তের সুযোগ নেয় অপরাধীরা। সীমান্ত সড়কের কাজ শেষ হলে অপরাধীদের আনাগোনা বন্ধ হবে, নিশ্ছিদ্র হবে সীমান্ত।
ইউএইচ/
Leave a reply