দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে অবতরণ করলো চীনা নভোযান

|

মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে চীনা নভোযান ঝুরং। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে এই অনন্য নজির স্থাপন করলো দেশটি।

শনিবার সকালে মঙ্গলের মাটি স্পর্শ করে নভোযানটি। গেলো ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছায় ঝুরং। প্রায় তিন মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করে। অবশেষে কয়েকটি ধাপে এটি সফলভাবে অবতরণ করলো মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে।

আগামী তিন মাস এটি মঙ্গলে বিচরণ শেষে পৃথিবীতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলে নভোযান পাঠানোর সাফল্যকে চীনের মহাশূন্য কর্মসূচির বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কয়েক বছর ধরেই মহাকাশ গবেষণায় গুরুত্ব বাড়াচ্ছে দেশটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply