ঢাকায় পৌঁছেছে লঙ্কান ক্রিকেট দল

|

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা। আজ রোববার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে লঙ্কানরা।

বাংলাদেশের মতো চার্টার্ড ফ্লাইটে নয়, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে এসেছে মিকি আর্থার শিষ্যরা। হোটেল সোনারগাঁওতে তিনদিনের জন্য রুম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। এর মধ্যে দু’বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে অতিথিরা।

সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ মে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুই ওয়ানডে। ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply