শিমুলিয়াঘাট-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের চাপ

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীর ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ছে পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

আজ রোববার (১৬ মে) সকাল ৯টা পর হতে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের চাপ দেখা যায়। এসব ফেরিতে একই সাথে জরুরি, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে।

যাত্রী ও যানবাহন পারাপারে এ নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি সচল রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান বলেন, শিমুলিয়াঘাটে যাত্রীদের তেমন চাপ না থাকলেও বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ আছে। সকাল থেকে নৌরুটে ১৮টি ফেরি চালু রয়েছে। এসব ফেরিতে প্রচুর সংখ্যক ঢাকামুখী মানুষ শিমুলিয়া ঘাটে আসছে। যাত্রীরা শিমুলিয়াঘাটে এসে বিভিন্ন যানবাহনে ঢাকা পৌঁছাচ্ছে।

এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়াঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ছোটো ছোটো যানবাহনে ভেঙে ভেঙে। এতে ভোগান্তির পাশাপাশি তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদেরও শিমুলিয়াঘাট থেকে ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা গেছে। তবে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ ছিলোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply