নব্বই দশকের অন্যতম কবি কথাকার মুজিব ইরম। এবারের বইমেলায় ১ম দিনেই ২টি বই প্রকাশিত হয়েছে তার। ১টি কবিতার বই: ‘আমার নাম মুজিব ইরম আমি একটি কবিতা বলবো’। প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন শিল্পী সমর মজুমদার। বইটির মূল্য: ১৫০ টাকা। কবিতাগুলোর রচনাকাল ১৯৯৯-২০১৭।
অপরটি শিশুকিশোরদের জন্য আত্মজৈবনিক গদ্যের বই: ‘এক যে ছিলো শীত ও অন্যান্য গপ’। বইটি বের করেছে উৎস প্রকাশন। প্রচ্ছদ করেছেন শিল্পী সোহাগ পারভেজ। এটি মূলত এই বইয়ের ৩য় সংস্করণ। বইটি ১ম প্রকাশিত হয়েছিলো ১৯৯৯ সালে। আর ২য় সংস্করণ প্রকাশিত হয়েছিলো ২০১৬ সালে।
এছাড়া আরো দু’টি বই কয়েক দিনের মধ্যে মেলায় চলে আসবে। বেহুলা বাংলা থেকে আসবে ‘শ্রেষ্ঠ কবিতা’। প্রচ্ছদ করেছেন শিল্পী দেওয়ান আতিকুর রহমান। আর পাঞ্জেরী থেকে আসছে নির্বাচিত ‘প্রেমের কবিতা’। প্রচ্ছদ করেছেন: মোস্তাফিজ কারিগর। ভবিষ্যৎ পরিকল্পনা: কাজ করছি ১টি কবিতার, ১টি পদ্যের ও ১টি গদ্যের পান্ডুলিপি নিয়ে। বইগুলো প্রকাশ পাবে পরের বইমেলায়।
Leave a reply