নিয়মিত ব্যাংকিং সেবা চালু

|

এবার ব্যাংকিং খাতে তেমন ছুটি ছিলো না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর গত বৃহস্পতিবার (১৩ মে) চালু ছিলো বাণিজ্যিক, শিল্পাঞ্চল এবং সমুদ্রবন্দর কেন্দ্রিক শাখা। ঈদের পর আজ রোববার (১৬ মে) সকাল থেকে নিয়মিত ব্যাংকিং সেবা চালু হয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধে সীমিত পরিসরে খোলা রয়েছে ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন। আর আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক পাড়ায় তেমন কর্মব্যস্ততা নেই। সহকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয়নি। গ্রাহকের উপস্থিতি তেমন নেই। শাখা ও প্রধান দফতরে ব্যাংকারদের উপস্থিতি বেশ স্বাভাবিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply