জাপানের দক্ষিণাঞ্চলীয় কিয়োশু দ্বীপে সামরিক মহড়া চালাচ্ছে জাপান-যুক্তরাষ্ট্র-ফ্রান্স। প্রথমবারের মতো ওই অঞ্চলের কসরতে অংশ নিলো ফরাসি সেনারা।
শনিবার ভারি বৃষ্টির মধ্যেও হেলিকপ্টারের মাধ্যমে চালানো হয় ত্রিদেশীয় মহড়া। তিন দেশের ২২০ জন সেনা অংশ নেন এই মহড়ায়। মার্কিন ঘাঁটি থাকার কারণে প্রায়ই যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক অনুশীলন চালায়। তবে প্রথমবারের মতো দেশগুলোর সাথে যোগ দিতে পেরে গর্বিত ফরাসি বাহিনী।
বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে, পূর্ব এবং দক্ষিণ চীন সাগরে চীনের দৌরাত্ম্য কমাতেই ফ্রান্সকে পাশে টানতে চাইছে জাপান।
ইউএইচ/
Leave a reply