ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দুরপাল্লার বাস

|

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস।

আজ সোমবার (১৭ মে) সকাল থেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ সুযোগে এই মহাসড়কে বেড়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসের চাপ।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে সরজমিনে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে রাতের আঁধারে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য বাসের চলাচল।

এছাড়া, পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) সকালে মহাসড়কের করটিয়া, তারটিয়া, আশেকপুর, ঘারিন্দা, রসুলপুর, পৌলি ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকার কোথাও গাড়ির ধীরগতি বা যানজট সৃষ্টি হয়েছিলো। চরম ভোগান্তিতে পরতে হয়েছিল সাধারণ ঘরফেরা মানুষদের। তবে এবার ঢাকায় ফিরতে ঈদের আগের মতো যাত্রীদের যানজটে বা তেমন কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা প্রকাশ করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

গাজীপুর পরিবহনের বাসচালক মাহিম বলেন, সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছি। সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও পয়সার জন্যই বাস চালাতে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বাধার সম্মুখীন হইনি।

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাস আসলেও তাদের ছেড়ে আসা স্থানে ফেরত পাঠানো হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply