স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
রংপুর বিভাগে করোনার পরিস্থিতি অবনতির কারণে জনগণকে সচেতন করতে তিন দিনের ‘করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন’ বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। ৩ দিনে বিভাগের একটি সিটি কর্পোরেশন, ৮টি জেলা এবং ৫৮টি উপজেলায় দুই হাজারেরও বেশি পথসভা করবে স্বাস্থ্য বিভাগ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সামনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী, উপ-পরিচালক জাকিরুল ইসলাম লেলিন, সিভিল সার্জন ডাক্তার হিরোম্ব কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ, ডেপুটি সিভিল সার্জন সাবিহা সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানিয়েছেন, রংপুর বিভাগে প্রতিনিয়তই বাড়ছে করোনার ভয়াবহতা। এই অঞ্চলে রয়েছে চারটি স্থলবন্দর সবমিলিয়ে করোনার ভয়াবহতা সামাল দিতেই স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুরো বিভাগজুড়ে এই আয়োজন করেছি আমরা।
Leave a reply