সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যার দাবি করেছে পরিবার।
সোমবার দুপুরে শহরের কোর্টপাড়ার বাসভবনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা। বলেন, সংগঠনের পোস্ট দখল করতে ১২ মে সন্ধ্যায় সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, তার বাসায় সহযোগীদের নিয়ে জামিলের সাথে বসেন। এসময় তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় জামিলকে। এতে জামিল অচেতন হয়ে কোমায় চলে যান। পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ১৪ মে মারা যান তিনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাশেদুল ইসলাম বিপ্লব, মিলন উল্ল্যাহ, সালমান শাহরিয়ার ও রাকিবুল হাসানের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনের নামে মামলার আবেদন করে পুলিশ।
তবে মরদেহ দাফন হয়ে যাওয়ায় আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে তদন্ত করা হচ্ছে।
Leave a reply