দিনভর নাটক, একের পর এক পট পরিবর্তন। রাতে জানা গেলো জেলেই থাকতে হচ্ছে মমতা ব্যানার্জীর হেভিওয়েট চার নেতাকে। নারদকাণ্ডে ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের নিম্ন আদালতের দেওয়া জামিনে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সোমবার (১৭ মে) রাতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। ততদিন জেল হেফাজতেই থাকতে হবে চার হেভিওয়েট নেতাকে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, সোমবার মাঝরাতেই নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের বিশেষ আদালতের দেওয়া ওই চার জনের অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ সোমবার রাতেই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ওই চার নেতার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার পরেই সোমবার রাত সওয়া ১টার দিকে নিজাম প্যালেস থেকে ওই চার নেতাকে নিয়ে প্রেসিডেন্সি জেলের দিকে রওনা দেয় সিবিআই। কড়া নজরদারিতে তাদের নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেলে।
ইউএইচ/
Leave a reply