সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নোবেল

|

বিতর্কিত হতেই যেন ভালোবাসেন তিনি। নিজেই অনেক সময় দাবি করেন, প্রচারণা পেতেই নাকি এমন বিতর্ক সৃষ্টি করা। অগ্রজ সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য তো করেছেনই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছেন। এর জের ধরে তার বিরুদ্ধে করা হয়েছে সাধারণ ডায়েরিও। এই ঘটনার পরপরই নিজের ফেসবুক পেজে সাংবাদিক মহলসহ সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন নোবেল।

তিনি লিখেছেন, আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না।

তিনি লেখেন, রোড অ্যাক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিলো না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। যদিও, এই সড়ক দুর্ঘটনা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন, নোবেলই নাকি সড়কের উল্টোদিক থেকে সজোরে বাইক চালিয়ে গুরুতর আহত করেছেন এক ব্যক্তিকে।

দুঃখ প্রকাশ করলেও নিজের কৃতিত্ব জাহির করতে ভুল করেননি নোবেল। লিখেছেন, আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছি। আমি না হয় ভুল করবো। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি।

ভারতের সা-রে-গা-মা রিয়েলিটি মিউজিক শোর মাধ্যমে পরিচিতি পাওয়া নোবেল তার ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলেছেন। এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন নোবেল। ঈদের দিনে তার ফেসবুক আইডি থেকে কিংবদন্তী সঙ্গীতজ্ঞ জেমস, সুরকার ইথুন বাবুসহ অনেককে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। অবশ্য নোবেল দাবি করেছেন, তার ফেসবুক হ্যাক হয়েছিলো এবং এসব স্ট্যাটাস হ্যাকার দিয়েছে। তবে, সাংবাদিককে তুলে নেয়ার হুমকির বিষয়ে এমন কোনো অজুহাত এখনও দেননি তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply