এবার জেমসের কাছে ক্ষমা চাইলেন নোবেল

|

বিতর্কিত হতেই যেন ভালোবাসেন তিনি। নিজেই অনেক সময় দাবি করেন, প্রচারণা পেতেই নাকি এমন বিতর্ক সৃষ্টি করা। অগ্রজ সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য তো করেছেনই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছেন। এর জের ধরে তার বিরুদ্ধে করা হয়েছে সাধারণ ডায়েরিও। এই ঘটনার পরপরই নিজের ফেসবুক পেজে সাংবাদিক মহলসহ সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন নোবেল। সবশেষ ক্ষমা চেয়েছেন ‘নগরবাউল’ জেমসের কাছেও। এই কিংবদন্তির কাছে নোবেলের আকুল (!) আবেদন, ‘যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।’

মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে নোবেল লেখেন, জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাঁকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।

ভারতের সা-রে-গা-মা রিয়েলিটি মিউজিক শোর মাধ্যমে পরিচিতি পাওয়া নোবেল তার ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলেছেন। এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন নোবেল। ঈদের দিনে তার ফেসবুক আইডি থেকে কিংবদন্তী সঙ্গীতজ্ঞ জেমস, সুরকার ইথুন বাবুসহ অনেককে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। অবশ্য নোবেল দাবি করেছেন, তার ফেসবুক হ্যাক হয়েছিল এবং এসব স্ট্যাটাস হ্যাকার দিয়েছে। সেখানে অনেকেই মন্তব্য করেছেন. এর আগেও বিভিন্ন সময় জেমসকে নিয়ে বাজে মন্তব্য করেছেন নোবেল। এবার নাহয় হ্যাকের অজুহাত দেয়া হলো, সবসময়ই কী তাই হয়ে এসেছে! তার সাম্প্রতিক কর্মকাণ্ডে কেউ কেউ এই মন্তব্যও করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রশিক্ষণ নেয়া উচিত নোবেলের।



জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাঁকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply