করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর রেকর্ড দেখলো ভারত। মঙ্গলবারও মৃত্যুবরণ করেন ৪ হাজার ৫২৫ জন।
তবে ২৪ ঘণ্টায় কমে এসেছে নতুন সংক্রমণ শনাক্তের হার। নতুনভাবে দু’লাখ ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে মিললো- করোনা। এ তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ু; রাজ্যটিতে একদিনে ৩৩ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি। এরপরই ৩০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে কেরালা ও কর্ণাটকে।
তবে মহারাষ্ট্রে কিছুটা কমে এসেছে দৈনিক সংক্রমণ শনাক্ত। তবে মঙ্গলবারও ৬৮০ জনের মৃত্যু দেখলো রাজ্যটি। ৫২৫ জনের মৃত্যুতে পরের অবস্থানেই রয়েছে কর্ণাটক।
এছাড়া সাড়ে তিনশো’র বেশি মানুষের প্রাণহানি দেখলো- তামিলনাড়ু। এদিন শতাধিক মৃত্যু লিপিবদ্ধ করে দেশটির ১১টি রাজ্য। ভারতে করোনাভাইরাসে মোট প্রাণহানি দু’লাখ ৮৩ হাজার ছাড়ালো।
এনএনআর/
Leave a reply