দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে সাংবাদিক সংগঠনগুলো।
খুলনায় সকালে শিববাড়ি মোড়ে মানববন্ধন করে টেলিভিশনন জার্নালিস্ট এসোসিয়েশন। এসময় বক্তারা অবিলম্বে রোজিনাকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানান। একইসাথে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
ফেনী প্রেসক্লাবের আয়োজনে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা এগারোটায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন সাংবাদিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা। এসময় বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাটোরে ইউনাইটেড প্রেসক্লাব আয়োজন করে মানববন্ধন কর্মসূচির। সেখানে উপস্থিত ছিলেন জেলাটির সাত উপজেলার সাংবাদিক ও আইনজীবীরা। মানববন্ধনে বক্তারা দ্রুত রোজিনা ইসলামের মুক্তি ও মামলা থেকে অব্যহতির দাবি জানান। তারা বলেন, দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে রোজিনা হেনস্তার শিকার হয়েছেন। এ অন্যায়ের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এনএনআর/
Leave a reply