সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসআরএফ ও নারী সাংবাদিক কেন্দ্রের ব্যানারে মানববন্ধনে যোগ দেন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও পরে মামলা দিয়ে কারাগারে পাঠানো স্বাধীন মত প্রকাশের অন্তরায়। নির্যাতনের ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। সাংবাদিক হেনস্তাসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায় তারা। একইসাথে স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়েছে তাদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।
Leave a reply