চীনের শেনজেন-এ হঠাতই ৭৬ তলা ভবন কেঁপে ওঠার রহস্য উম্মোচন হয়নি এখনও। বুধবার ভবনটি পরিদর্শন করেন প্রকৌশলীরা।
তবে এর কাঠামোতে কোনো ত্রুটি পাওয়া যায়নি। মেলেনি ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন। নতুন করে আর নড়াচড়াও টের পাওয়া যায়নি। মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজন-এ হঠাৎ করেই নড়ে ওঠে ৯৮৪ ফুট ভবনটি। ভূমিকম্প না হলেও অজ্ঞাত কারণে কেঁপে ওঠায় আতঙ্ক ছড়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। দ্রুত খালি করে ফেলা হয় ভবনটি। হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে ছোটেন সবাই।
যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান উঁচু ভবনটিতে বৃহৎ একটি ইলেকট্রনিক্স মার্কেট অবস্থিত।
এনএনআর/
Leave a reply