খুলনা প্রতিনিধি:
খুলনায় নগরীর পিটিআই ইনস্টিটিউটে পুলিশের এএসআই কর্তৃক ধর্ষিতা তরুণী ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার (২০ মে) সকালে বাড়ি ফিরেছেন।
সকালে তরুণীর বড় বোন এসে তাকে বাড়ি নিয়ে গেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম। তিনি জানান, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় সকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
তরুণীর করা ধর্ষণ মামলার তদন্ত কমকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, ইতোমধ্যে তরুণীর সাথে কথা বলা, ডাক্তারি পরীক্ষা সম্পন্নসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, তরুণীর ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও অভিযুক্ত বরখাস্তকৃত এএসআই মোখলেছুর রহমানের ডিএনএ নমুনা এখনো সংগ্রহ করা যায়নি তবে শীঘ্রই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
গত ১৪ মে রাতে খুলনা নগরীর পিটিআই ইনস্টিটিউটের একটি কক্ষে কেএমপির কোর্ট শাখার এএসআই মোখলেছুর রহমান ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত এএসআইকে গ্রেফতার ও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
Leave a reply