ভারতে করোনার চলমান ওয়েভের মধ্যেই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক। স্বাস্থ্য মন্ত্রলায় বলছে, দেশটিতে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। মৃত্যুও হয়েছে ১২৬ জনের। কেবল মহারাষ্ট্রেই এ ছত্রাকের শিকার দেড় হাজারের বেশি মানুষ।
পরিস্থিতির ভয়াবহতায় চার রাজ্য- মহারাষ্ট্র, তামিল নাড়ু, ওড়িষা ও গুজরাটে ঘোষণা করা হয়েছে মহামারি। সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে। বিভিন্ন রাজ্যে এ রোগে ব্যবহৃত অ্যান্টি ফাঙ্গাল ওষুধের স্বল্পতাও দেখা দিয়েছে। মূলত করোনা রোগীদের মধ্যেই এ ছত্রাকে সংক্রমণের প্রবণতা দেখা গেছে।
চিকিৎসকরা বলছেন, করোনা নেগেটিভ হলেও দুর্বলতা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সহজেই আক্রমণ করছে ব্ল্যাক ফাঙ্গাস।
এনএনআর/
Leave a reply